রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ০৭:১৫:১৩

মুহুর্মুহু রকেট হামলা, অবস্থান করছেন মার্কিন সেনাবাহিনীর সদস্যরাও, জানুন সর্বশেষ পরিস্থিতি

মুহুর্মুহু রকেট হামলা, অবস্থান করছেন মার্কিন সেনাবাহিনীর সদস্যরাও, জানুন সর্বশেষ পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক : মুহুর্মুহু রকেট হামলা চালানো হয়েছে ইরাকের সালাউদ্দিন প্রদেশের আল-বালাদ বিমান ঘাঁটিতে। জানা গেছে, ওই ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরাকের ‘সাবেরিন’ নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ঐ ঘাঁটিতে পরপর তিনটি রকেট আঘাত হেনেছে। রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল-বালাদ ঘাঁটিটি।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি চলতি সপ্তাহেই ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।

ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সূত্র : পার্সটুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে