ইউজারদের জন্য দারুণ সুখবর
আন্তর্জাতিক ডেস্ক : ইউজারদের জন্য দারুণ সুখবর দিল সোশ্যাল নেটওয়র্কিং সাইট টুইটার। ইউজারদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত যাচ্ছে সংস্থাটি। যেদিন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের মনের ভাব প্রকাশ করার তাগিদ বাড়তে থাকল, সেদিন থেকেই, আত্মপ্রকাশ করতে থাকল একের পর এক সোশ্যাল নেটওয়র্কিং সাইট।
শুরুতে চরম জনপ্রিয়তা পেয়েছিল ওরকুট। তবে ফেসবুকের রমরমা বাজারে অবশেষে ডিজিটাল দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল ওরকুটকে। ফেসবুকের সমসাময়িক আরো একটি সোশ্যাল নেটওয়র্কিং সাইট টুইটার। ভাব প্রকাশের স্বাধীনতা যেহেতু বাঁধা ছিল মাত্র ১৪০ ক্যারেক্টারে, তাই আশাতীত জনপ্রিয়তা পায়নি টুইটার।
টুইটারের জনপ্রিয়তা আরো খানিকটা বাড়ানো এবং ইউজারদের আরো খানিকটা বাকস্বাধীনতা দেয়ার উদ্দেশ্যেই টুইট-ক্যারেক্টারের সীমা বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে Twitter Inc। এর জন্য তারা তৈরি করছে একটি নতুন ফিচার।
এই ফিচার কার্যকরী হলে আগামীদিনে ১০ হাজার ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে একটি টুইটে! এমনটাই জানিয়েছে টেকনলজি নিউজ ওয়েবসাইট Re/code।
একটি ১০ হাজার ক্যারেক্টারের টুইটে ১০০০-এর কিছু বেশি শব্দ লেখা যাবে। Re/code-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম কোয়ার্টারের শেষের দিকে এই নতুন ফিচার আনতে পারে টুইটার। যদিও টুইটারের তরফে কোনো অফিশিয়াল সম্মতি পাওয়া যায়নি।
সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমানে টুইটারের চিফ এক্সিকিউটিভ জ্যাক ডরসে জানিয়েছেন, প্রায়ই দেখা যায়, ১৪০ ক্যারেক্টার টুইট লিমিট থাকার কারণে অনেকেই বড় কোনো লেখার স্ক্রিন শট পোস্ট করেন। এ থেকেই বোঝা যায়, ইউজারদের চাহিদা। ইউজারদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে টুটাইরে পরিবর্তন আনতেই পারি আমরা।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�