ওবামা কাঁদলেন
আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের তরফ থেকে এক নির্বাহী আদেশে অস্ত্রের অবাধ ব্যবহার ও ক্রয়ের উপর বিধিনিষেধ আরোপ করেন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে কানেকটিকাটের স্যান্ডিতে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত শিশুদের স্মরণ করে বলেন, অস্ত্রের অবাধ ব্যবহার যেভাবেই হোক আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।
ওই অনুষ্ঠানে স্যান্ডির ওই স্কুলে হামলায় নিহত ডেনিয়্যালের বাবা মার্ক বার্ডেনকে পরিচয় করিয়ে দেন। এ সময় ওবামা বলেন, আমি সব সময় যে শিশুদের কথা চিন্ত করি, স্যান্ডির ওই স্কুলের শিশুদের কথা আমার মনে হলে আমার খুব কষ্ট হয়। এসময় ওবামার চোখ বেয়ে পানি পড়তে দেখা যায়।
ওবামা বলেন, আজ আমার এখানে এসেছি বন্দুকধারীর হামলার বিষয়ে কিছু বলার জন্য নয়, বরং ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা আর না হয় তার যথাযথ ব্যবস্থা নিতে।
৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�