বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ১২:১২:১০

লাদাখে নিহত চীনা সেনাদের নিয়ে মন্তব্য করে চীনা ব্লগার গ্রেফতার

লাদাখে নিহত চীনা সেনাদের নিয়ে মন্তব্য করে চীনা ব্লগার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালের জুলাই মাসে লাদাখ ইস্যুতে নিহত চীনা সেনাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'আপত্তিকর' মন্তব্য করায় এক ব্লগারকে (৩৮) গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। চীনা পুলিশের পক্ষ থেকে এই ব্লগারের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে তার বংশনাম কিউ।  

কয়েকদিন আগে চীন স্বীকার করে যে, সেই ঘটনায় তাদের চারজন নিহত হয়েছিল। পরে এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়। এদিকে, এখন পর্যন্ত লাদাখ ইস্যু নিয়ে 'বেমানান' মন্তব্য করার অভিযোগে আরো ছয়জনকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। 

গ্রেপ্তারকৃত চীনা ব্লগারের পুরো পরিচয় গোপন রেখেছে পুলিশ, তবে তার বংশীয় নাম 'কিউ' বলে প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, সীমান্ত সংঘাত নিয়ে 'বিদ্বেষপূর্ণভাবে সত্যকে বিকৃত' করেছেন এই ব্লগার। গত ১৯ ফেব্রুয়ারি কিউকে গ্রেফতার করা হয়। সূত্র: বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে