বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৬:০৮

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণ, নিউইয়র্কে জরুরি বৈঠক

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণ, নিউইয়র্কে জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা দেয়ায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রয়টার্স তার এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের আহ্বানে বুধবার নিউইয়র্কে এ বৈঠকে বসার কথা রয়েছে। জাতিসংঘ মিশনের মুখপাত্র হ্যাজার চেম্যালি এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর দাবির পর যুক্তরাষ্ট্র এবং জাপানের অনুরোধে বৈঠক আহ্বান করা হয়েছে। তিনি বলেন, কখন ওই পরীক্ষা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারছি না। এরপরও আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চুক্তি লঙ্ঘনের নিন্দা জানাচ্ছি। উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক বিধি-বিধান ও অঙ্গীকার পালনের আহ্বান জানান চেম্যালি। উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে বিশেষ ঘোষণায় বলা হয়, বুধবার সকালে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পরমাণু বোমার পরীক্ষা চালায় পিয়ং ইয়ং। সর্বশেষ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর দাবি জানালো উ. কোরিয়া। নিরাপত্তা পরিষদ দেশটির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে কূটনীতিকরা বলছেন, পিয়ং ইয়ংয়ের ওপর বেশিকিছু নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। খবর : রয়টার্স ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে