সোমবার, ০১ মার্চ, ২০২১, ০৯:২২:১৮

ইসরাইলি জাহাজে বিস্ফোরণের পেছনে ইরানের হাত : নেতানিয়াহু

ইসরাইলি জাহাজে বিস্ফোরণের পেছনে ইরানের হাত : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপসাগরে ইসরাইলি ব্যক্তির মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের পেছনে ইরানের দিকে আঙ্গুল তুলেছেন ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (০১ মার্চ) ইসরাইলের গণমাধ্যম কান এর কাছে দেয়া এক সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন ইরানের মদদেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তার দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি। 

এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) শনিবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ জানান, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে, জাহাজটিতে বিস্ফোরণের জন্য ইরানই দায়ী। এদিকে নেতানিয়াহুর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। এদিকে ওমান উপকূলে ইসরাইলি জাহাজ এমভি হিলিয়াস রেতে হামলার কথা কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইরানের একটি কট্টরপন্থি পত্রিকার খবরে বলা হয়েছে, তেহরানই ওই হামলা চালিয়েছে।

ওমান থেকে জাহাজটি গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর যাওয়ার পথে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটিতে একাধিক ফুটো হয়। ইরানের কট্টরপন্থি দৈনিক কায়হানের একটি খবরে রোববার বলা হয়, আরব উপসাগরে ইসরাইলি সেনাবাহিনীর জাহাজটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল। এ কারণে এতে ইরান হামলা চালায়।

জাহাজটি বর্তমানে মেরামতের জন্য দুবাই বন্দরে নিয়ে আসা হয়েছে। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের জলসীমায় নানা উত্তেজনার মধ্যে ইসরাইলি জাহাজে এই বিস্ফোরণ জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরাইলি জাহাজটি রোববার দুবাইয়ের রাশিদ বন্দরে নিয়ে আসা হয়েছে। মার্কিন সামরিক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটির কোনো ক্রু হতাহত হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে