বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৬:৫৬:০৮

ভারতীয় দূতাবাস রক্ষায় অস্ত্রহাতে আফগান গভর্নর

ভারতীয় দূতাবাস রক্ষায় অস্ত্রহাতে আফগান গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর অাফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর এই ঘটনার সময় আফগানিস্তানের গভর্নর এবং সাবেক মুজাহিদ আটা মুহাম্মদ নূর অ্যাসল্ট রাইফেল হাতে অাফগান নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গি বিরোধী অভিযানে সামিল হয়েছেন। যেই দেশেরই দূতাবাস হোকনা কেন তার দেশে হামলা হচ্ছে। আর এই হামলা তার সামেই হওয়াতে তিনি তার প্রতিবাদ করতে কোন প্রকার পিছপা হন নি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার এই জঙ্গি বিরোধী অভিযানের ছবি ছড়িয়ে পড়েছে। এই ছবিতে ভারতীয় কনস্যুলেটে হামলাকারী জঙ্গিদের লক্ষ্য করে গুলিও চালাতে দেখা গিয়েছে তাকে। এই ঘটনার পর আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অমর সিংহ আজ সকালে টুইট করেন, ‘কনস্যুলেটের বাইরে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। তবে আমাদের কর্মীরা সকলে নিরাপদে রয়েছেন। গভর্নর স্বয়ং জঙ্গি-বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন’। এক সাংবাদিকের মন্তব্যও রি-টুইট করেন অমর। তাতে নূরের ছবিটির নিছে তিনি লেখা, ‘প্রয়োজনের বন্ধু। এই আফগান গভর্নরকে মনে রাখুন। ভারতীয় কনস্যুলেটেকে রক্ষা করতে যিনি রাইফেল ধরেছেন’। ভারতীয় কনস্যুলেটে হামলাকারী তৃতীয় জঙ্গিকে আজ দুপুরে গুলি করে নিহত করে আফগান বাহিনী। শেষ হয় জঙ্গিদমন অভিযান। যদিও একটি সূত্রের খবর, এক জঙ্গিকে ধরেছে নিরাপত্তারক্ষীরা। কিন্তু সরকারিভাবে সেই তথ্যের সমর্থন মেলেনি। প্রসঙ্গত, গতরাতে হামলার পর আফগান বাহিনী দুই জঙ্গিকে খতম করেছিল। ৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে