বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৮:২৭:৪৩

মাত্র দু’টি কারণে সৌদি নারীরা ছদ্ম নাম ব্যবহার করেন

মাত্র দু’টি কারণে সৌদি নারীরা ছদ্ম নাম ব্যবহার করেন

আন্তর্জাতিক ডেস্ক : তথ্য প্রযুক্তির বদৌলতে বিশ্ব যখন এগিয়ে চলছে দুর্বার গতিতে, ঠিক তখনি শোনা গেল সৌদি নারীদের থমকে যাওয়ার কথা। বর্তমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ প্রতিনিয়ত তার পছন্দ-অপছন্দের কথা জানিয়ে দিচ্ছে। আর সেখানে কিনা সৌদি নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার আসল পরিচয় গোপ করে তাদের ছদ্ম নামে ব্যবহার করছেন। তাও আবার তদের এই ব্যবহার সাধারনের মতো নয়, অনেকটা ভয়ে ভয়ে ব্যবহার করতে হচ্ছে। জানা যায়, সৌদি আরবের প্রায় ৭০ ভাগ নারী তাদের পরিচয় গোপন করে সামাজিক সমালোচনার ভয়ে, তাদের অন্য চরিত্রের রুপ দেয়, অনেকেই আবার মিথ্যা পরিচয় থেকে সুখ খোঁজে। সৌদি নারীদের ছদ্ম নাম ব্যবহারের কারণ হল তাদের পারিবারিক অবস্থা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ যখন চাইছে তখনই যোগাযোগ করতে পারছে একে অন্যের সঙ্গে। সহজ যোগাযোগের সবচেয়ে সহজলভ্য ও জনপ্রিয় মাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সময় সৌদি নারীরা বিশ্ববাসীর সঙ্গে পিছিয়ে থাকতে নারাজ। আর তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের আসল পরিচয় গোপন করে ছদ্ম নাম ব্যবহার করছে। সৃজনশীল মানুষ গড়ার আন্দোলন ‘আলোর মিছিল’ এর নির্বাহী পরিচালক জুবায়ের আল মাহমুদ রাসেল এমটিনিউড২৪-কে বলেন, সামাজিক ঐতিহ্য বা পরিবারের কারণে অনেক কমবয়সী সৌদি নারী শুধুমাত্র তাদের শরীরের অংশ বিশেষ যাতে করে তাদের সনাক্ত করা না যায়। যেটি একটি মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিচয় গোপন দুর্ভাগ্যজনক এবং নারী পুরুষের ব্যাপক বিস্তৃত একটি সমস্যা।’ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের রমনা থানার সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এমটিনিউড২৪-কে বলেন, ‘সৌদি নারীদের ছদ্ম পরিচয় ব্যবহারের কারণ হলো, পারিবারিক অবস্থা বা নিছকই রহস্যময় পৃথিবীতে প্রবেশের এক রোমাঞ্চকর অনুভূতি।’ ৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে