বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৫:০৯

ফেসবুকে ঘোষণা দেয়ার পরই মৃত্যু

ফেসবুকে ঘোষণা দেয়ার পরই মৃত্যু

বিনোদন ডেস্ক : মানুষ কি নিজের মৃত্যুর বিষয়ে কিছু বুঝতে পারেন? তা নাহলে মৃত্যুর আগেই কি ভাবে নিজের মৃত্যুর কথা ঘোষান দিয়ে থাকেন। অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার মতো বিষয় হলেও ঘটনাটি সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ ডিরেমবার নামে এক ব্যক্তির ক্ষেত্রে এই ঘটনাই ঘটতে দেখা গেল। তিনি ফেসবুকে এক রহস্যময় ঘোষণা দেন, তার পরেই তিনি সে রাতে মৃত্যুবরণ করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ৩১ বছরের ম্যাথিউ ডিরেমবার নতুন বছরের সূচনালগ্নে ফেসবুকে এক পোস্ট দেন। তাতে তিনি সেদিন রাতের ঘটনা কি ঘটবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন। ম্যাথিউ ফেসবুকে লেখেন, ‘আমি সত্যিই জানি না, আজ রাতটি আমার কোথায় শেষ হবে। কিন্তু আমি জানি কোথায় যাওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি।’ এরপর ৩১ ডিসেম্বর রাত আটটায় তিনি মোটরসাইকেল চালানোর সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত হন। অপর গাড়িটি চালাচ্ছিলেন স্টিভেন লি ক্লার্ক। আর এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি ঠিকিই জানতেন এ দিনটি তার জীবনের শেষ দিন। এ কারণে তিনি ফেসবুকে একটি গুডবাই মেসেজও পোস্ট করেন। সে সময় তিনি তার প্রোফাইলে একটি ছবিও পোস্ট করেন। এরপর তার আরেকটি বার্তাও প্রকাশিত হয়। সেই বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা এক দিনে জন্মগ্রহণ করেছি। আমরা এক দিনে মৃত্যুবরণ করব। আমরা এক দিন পরিবর্তন করতে পারি। আমরা এক দিনে ভালোবাসার বন্ধনে জড়াতে পারি। এক দিনে যে কোনো বিষয় হতে পারে।’ ৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে