 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নোয়াখালী থেকে : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাদের শেষ ঠিকানা হচ্ছে প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আজকে আমরা গোটা জাতি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমিও আছি এবং থাকব আমৃত্যু। যতই ষড়যন্ত্র হোক একচুলও নাড়াতে পারবে না ইনশাআল্লাহ।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় বসুরহাট জিরোপয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়েছেন। আজকে তার উস্কানিতে ও তার মদদে আজকে তারা সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।
তিনি বলেন, আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি (ওবায়দুল কাদের) তা সহ্য করতে পারছেন না। আমি তো নেত্রীর সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ করে সবকিছু করছি। নির্বাচনও করছি। আমি এটা থেকে সরতে পারব না।