বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১০:১২:১২

বিমানে লাগেজ নিষিদ্ধ!

বিমানে লাগেজ নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : বিমানে যাতায়াত করেন এমন মানুষের সংখ্যা কম নয়। প্রয়োজনীয় জিনিসপত্র নিতে লাগেজ দরকার। অনেক সময় বিমানবন্দরে অবতরণ করার পর লাগেজ খুঁজে পাওয়া যায় না বলে অভিযোগ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এর জন্য দায়ী এয়ার লাইন্সের ত্রুটি। এটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। কিন্তু বিমানে ওঠার সময় সাথে লাগেজ নেয়া যাবে না, এটা বোধহয় কারো ক্ষেত্রেই ঘটেনি। কিন্তু এবার সেটাই ঘটেছে। মালয়েশিয়ার একটি বিমানে চড়ে কুয়ালালামপুর থেকে ইউরোপ যাবার পথে যাত্রীদের লাগেজ আটকে দেয়া হয়। মালয়েশিয়ার এয়ারলাইন্স জানুয়ারির ৫ ও ৬ তারিখে নিরাপত্তার খাতিরে বিমানের মাল পরিবহন কক্ষে যাত্রীদের লাগেজ বহন সাময়িক নিষিদ্ধের ঘোষণা দেয়। পরের ফ্লাইটে করে লাগেজ গন্তব্যে পাঠানো হয়। বুধবার সকালে এয়ারলাইন্স থেকে লাগেজ পরিবহন নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কারণ হিসেবে বলা হয়, বাতাসের চাপ বেশি থাকায় লাগেজ পরিবহনে অতিরিক্ত ১৫ শতাংশ তেল খরচ হয়। তেল খরচ কমানোর জন্যই সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানায় বিমান কর্তৃপক্ষ। ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে