এবার ভূমিকম্পে কাঁপলো মার্কিন মুলুক
আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে এবার কেঁপে উঠল মার্কিন মুলুক। বুধবার সন্ধ্যা সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে লস অ্যাঞ্জেলসের পূর্বাংশ কেঁপে ওঠে।
কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এমন খবর পাওয়া গেছে।
রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৮। লস অ্যাঞ্জেলেসের ৮৫ মাইল পূর্বে এ কম্পন অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ক্যালিফোর্ণিয়া, ব্যান্নিংয়ের প্রায় দু’মাইল উত্তরে।
বলা যায়, ২৯ হাজার মানুষের শহর নদী উপকূলবর্তী ব্যান্নিংয় শহরই এদিনের ভূমিকম্পের উৎসস্থল।
তবে ভূমিকম্পে ব্যান্নিং, লস অ্যাঞ্জেলস বা অন্য কোনো শহরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�