বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৯:৪৫

জনরোষে রক্ষা পেল ৭০০ বছরের পুরনো মসজিদ মিনার

জনরোষে রক্ষা পেল ৭০০ বছরের পুরনো মসজিদ মিনার

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বে অনেক কিছু বদলেছে। রক্ষাও পেয়েছ অনেক কিছু। এতে নতুন মাত্রা যোগ করেছে উজবেকিস্তানের ৭০০ বছর পুরনো একটি মিনার। দেশটির পূর্বাঞ্চলীয় আন্দিজান শহরের শহরের কেন্দ্রে মিনারটি ভেঙ্গে একটি ফোয়ারা তৈরির পরিকল্পনা করেছিল নগর কর্তৃপক্ষ। এই পরিকল্পনার পেছনে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শাভকাট মিরজিয়োয়েভ। পরিকল্পনা অনুযায়ী আগামী মার্চে কাজ শুরুর কথা ছিল। কিন্তু জনরোষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন প্রধানমন্ত্রী। জনগণের ইচ্ছে অনিচ্ছার মূল্য দেয়ার ঘটনা উজবেকিস্তানে বিরল। সে কারণে, জনমতের চাপে পরিকল্পনা বদলের এই ঘটনায় অনেকেই বিস্মিত। এই পরিকল্পনার কথা সর্বপ্রথম জানতে পারেন স্থানীয় কিছু ইতিহাসবিদ এবং সংরক্ষণবাদিরা। পরে তারা এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মিরজিয়োয়েভের কাছে চিঠি লিখে আপত্তি জানান। সেই সাথে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোও প্রাচীন এই মিনারটি ভেঙ্গে ফেলার পরিকল্পনায় উদ্বেগ জানায়। এছাড়া মধ্য এশিয়ার দেশগুলো ছাড়াও রাশিয়ায় সোশ্যাল মিডিয়াতে খবরটি নিয়ে বিস্তর কথাবার্তা শুরু হয়ে যায়। তারাও প্রতিবাদসুখর হয়। ফলে ঘটনাটা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করে। এরপর নড়েচড়ে বসে উজবেক সরকার। কেন্দ্রীয় সরকার মুখ রক্ষার জন্য আন্দিজানে একটি কমিশন পাঠায়। তারা আপত্তিকারীদের মতামত নেন। এরপর, শহরের উন্নয়ন পরিকল্পনা থেকে মিনারের জায়গায় ফোয়ারা তৈরির অংশটি বাদ পড়েছে। ০৭ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে