মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ০৭:১১:৩০

ইসরায়েলকে 'স্বেচ্ছায়' ১০১ কোটি টাকা দেবেন আবুধাবির যুবরাজ

ইসরায়েলকে 'স্বেচ্ছায়' ১০১ কোটি টাকা দেবেন আবুধাবির যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজ্য আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ইসরায়েলে 'স্বেচ্ছায়' ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচেছন বলে জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১০১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার আট শ' ৪০ টাকা। 

গতকাল সোমবার দেশটির আর্মি রেডিওর সঙ্গে সাক্ষাতকারে এই কথা বলেন নেতানিয়াহু। সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ''আবুধাবির যুবরাজ বলেছেন যে করোনা ভাইরাস মহামারীর পরে ইসরায়েলি অর্থনীতি পুনরুদ্ধার প্রকল্পে তিনি অংশীদার হতে চান।'' তবে নেতানিয়াহুর এই বক্তব্যের পর সংযুক্ত আরব আমিরাতের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার এক দিনের সরকারী সফরে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর আসার কথা থাকলেও জর্দানের আকাশসীমা ব্যবহার করে বিমান যাত্রায় সমন্বয়হীনতার কারণে শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর সফর বাতিল হওয়ার পর আমিরাত ইসরায়েলে ১০ বিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৮৪ হাজার সাত শ' ১২ কোটি ৩২ লাখ টাকা) বিনিয়োগ তহবিল শুরু করতে সম্মতি জানায়।

দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে আমিরাত ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০ কোটি ডলারে (বাংলাদেশী মুদ্রায় দুই হাজার পাঁচ শ ৪১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা) পৌঁছেছে। গত বছর আমিরাত-ইসরায়েলের মধ্যে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র : ডেইলি সাবাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে