বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০১:১০

ক্ষমতায় যেতে মরিয়া মমতা ব্যানার্জী, বছরে ৫ লাখ চাকরির ঘোষণা

ক্ষমতায় যেতে মরিয়া মমতা ব্যানার্জী, বছরে ৫ লাখ চাকরির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে আসন্ন ভোটে জয়লাভ করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। রাজ্যটিতে ফের ক্ষমতায় থাকতে ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, 'রাজনৈতিক ইশতেহার নয়, উন্নয়নের ইশতেহার- এই স্লোগানেই রাজ্যের মানুষের জন্য '১০ অঙ্গীকার' করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

এর মধ্যে রয়েছে বছরে ৫ লাখ লোকের চাকরি আর শিক্ষার্থীদের ১০ লাখ টাকার ক্রেডিট কার্ড দেওয়ার মতো বড় ঘোষণা। দলটির দাবি, আগের দুবার যে ইশতেহার প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস, তার ১১০ শতাংশ পূরণ হয়েছে। আগের দুদফার কাজের খতিয়ান তুলে ধরে মমতা জানান, ২০১১ সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন রাজ্যের আয় ছিল ২৫ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে ৭৫ হাজার কোটি টাকা হয়েছে। 

পশ্চিমবঙ্গে মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেন তিনি। সেইসব দাবির মধ্যে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফিরলে কী কী কাজ করবেন, তাও জানিয়েছেন মমতা। মমতার ইশতেহারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গকে ভারতের পঞ্চম বৃহত্তম অর্থনীতি তৈরি করা হবে। ৩৫ লাখ মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসার ওপর জোর দেওয়া হবে। সেজন্য বছরে তৈরি করা হবে পাঁচ লাখ কর্মসংস্থান। সরকারি চাকরি, ১০০ দিনের কাজসহ বিভিন্নভাবে সেই কাজ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে