বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ০৭:২০:৫৮

মুসলমানদের প্রতি ঘৃণা 'মহামারী' পর্যায়ে পৌঁছেছে : জাতিসঙ্ঘ মহাসচিব

মুসলমানদের প্রতি ঘৃণা 'মহামারী' পর্যায়ে পৌঁছেছে : জাতিসঙ্ঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্থোনি গুতেরেস বলেছেন, বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্য 'মহামারী পর্যায়ে' পৌঁছেছে। গতকাল বুধবার জাতিসঙ্ঘের আয়োজিত ইসলামোফোবিয়া মোকাবেলায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, বৈশ্বিক ধারণা থেকে জাতীয়তাবাদ গ্রহণ এবং সংখ্যালঘুর অধিকারকে দূরে ঠেলে দেওয়ার অংশ হিসেবে মুসলিমবিরোধী বিদ্বেষ বাড়ছে। মুসলিমবিরোধী বিদ্বেষের উত্থান নিশ্চিতভাবে আমাদের দেখা বৈশ্বিক বিভিন্ন উদ্বেগজনক প্রবণতার সাথে জড়িত। গোষ্ঠীগত জাতীয়তাবাদ, নব্য নাৎসিবাদ, উসকানি ও ঘৃণামূলক বক্তব্যের পুনরুত্থান যার লক্ষ্য মুসলমান, ইহুদি, কিছু সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় এবং ঝুঁকিতে থাকা অন্য জনগোষ্ঠী।'

তিনি আরো বলেন, 'সংখ্যালঘু গোষ্ঠী আমাদের সাংস্কৃতিক ও সামাজিক বুননের ঐশ্বর্যের অংশ। বর্তমানে আমরা শুধু বিভিন্ন বৈষম্যই দেখছি না সাথে সাথে আত্মীকরণের বিভিন্ন নীতি গ্রহণ করতে দেখি যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। পবিত্র কুরআন আমাদের শিক্ষা দিয়েছে, বিভিন্ন জাতি ও গোত্রকে সৃষ্টি করা হয়েছে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য।' 

জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, 'ভিন্নতার মধ্যেই ঐশ্বর্য রয়েছে, এটি কোনো হুমকি নয়।' নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২০১৯ সালের ১৫ মে দুই মসজিদে সন্ত্রাসী হামলার স্মরণে প্রথমবারের মতো এই বছর ইসলামোফোবিয়া মোকাবেলায় আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। ওই হামলায় ৫১ ব্যক্তি নিহত ও ৪৯ জন আহত হন। সূত্র : ইয়েনি শাফাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে