যেভাবে লন্ডন ছাড়ে সিদ্ধার্থ ধর ওরফে ‘জিহাদী সিড’
আন্তর্জাতিক ডেস্ক : সিদ্ধার্থ ধর ওরফে জিহাদী সিড। সারা বিশ্বে এখন একটি পরিচিত নাম। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সিদ্ধার্থের আইএসে যোগ দেয়া নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। চাপে পড়ে ব্রিটিশ পুলিশ দাবি করছে, সিদ্ধার্থের নাড়ি-নক্ষত্রের খবর ছিল তাদের কাছে। তা-ও লক্ষ্য পূরণে এতটুকু বেগ পেতে হয়নি সিদ্ধার্থকে!
কিন্তু কিভাবে এই সিদ্ধার্থ সিরিয়ায় গেল? আর ব্রিটিশ পুলিশই বা কি করেছে?
ছয় বার পুলিশের হাতে গ্রফতার হয় সিদ্ধার্থ। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেয়েছিলেন শেষ বার। কিন্তু জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বাক্স-প্যাঁটরা গুছিয়ে, চার সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে সিরিয়া পাড়ি দিয়েছিলেন সিদ্ধার্থ।
ব্রিটিশ পুলিশ টেরই পায়নি সন্ত্রাস, দেশদ্রোহের মতো অপরাধে জড়িত কেউ দেশ ছাড়ছে অবলীলায়। সিদ্ধার্থ লন্ডন ছাড়ার সপ্তাহ ছয়েক পর টনক নড়ে পুলিশের। জামিনের শর্ত পূরণ না করার জন্য পূর্ব লন্ডনে ওয়ালদামস্টোরের বাড়িতে সিদ্ধার্থর উদ্দেশে পাঠানো হয় চিঠি। কিন্তু জবাব মেলেনি। তারও মাস খানেক পর সিদ্ধার্থের বাড়ি যায় পুলিশ। বারবার দরজা ধাক্কিয়ে সাড়া পাওয়া যায়নি। ফাঁকা বাড়ি থেকে খালি হাতেই ফিরেছিল তারা। সিদ্ধার্থের উদ্দেশে লেটার বক্সে ফেলে এসেছিল আরও একটি চিঠি। লেখা ছিল, ‘‘এমন কিছু কি ঘটেছে যা পুলিশের জানা প্রয়োজন?’’ চিঠিতে উল্লিখিত ফোন নম্বরে অবিলম্বে যোগাযোগ করতে বলা হয় সিদ্ধার্থকে। সেই শেষ।
বিভিন্ন গণমাধ্যমে ইসলামের পক্ষে নিয়মিত মুখ খুলতে দেখা যেত তাঁকে। অংশ নিতেন মিছিল, প্রতিবাদ সভাতেও। এক-দু’বার নয়। ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছ’-ছ’বার গ্রেফতার হয়েছিলেন সিদ্ধার্থ। এত কিছুর পরেও তাঁর নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরে বিন্দুমাত্র হেলদোল ছিল না পুলিশ মহলে।
০৭ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�