হাইড্রোজেন বোমা পরীক্ষা, উত্তর কোরিয়াকে জাতিসংঘের লাল কার্ড
আন্তর্জাতিক ডেস্ক : হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার উপর চটেছে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব। দেশটিকে পরমাণু ইস্যুতে লাল কার্ড দেখাতে যাচ্ছে জাতিসংঘ। পরমাণু কার্যকলাপ বন্ধ করার ব্যাপারে সংস্থাটির মহাসচিব বান-কি-মুন বলেন, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার উৎক্ষেপণের তীব্র নিন্দা করছি। পরমাণু কার্যকলাপ বন্ধ করার দাবি জানাচ্ছি।
উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল উৎক্ষেপণের পরই নড়েচড়ে বসে জাতিসংঘ। বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকেই উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা উৎক্ষেপণের পর পরমাণু কার্যকলাপ বন্ধ করার ব্যাপারে কড়া বার্তা দেন বান-কি-মুন। হাইড্রোজেন বোমা উৎক্ষেপণের ফলে ভূ-পৃষ্ঠে অস্থিরতা দেখা দিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘ বলছে, এর মাধ্যমে দেশটি পারমানবিক অস্ত্র সংক্রান্ত জাতিসংঘের পূর্ববর্তী সব প্রস্তাবনাকে লঙ্ঘন করেছে। দেশটির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে, উত্তর কোরিয়ার দাবি মোতাবেক ঐ বোমা যথেষ্ট শক্তিশালী কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলছেন, প্রাথমিক বিশ্লেষণে যা বোঝা গেছে, তা দেশটির দাবীর সাথে সঙ্গতিপূর্ণ নয়।
তবে, পিয়ংইয়ং এর কারিগরি ও সেনা সামর্থ্যের ব্যপারে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার এই উস্কানিমূলক আচরণের পরিণামে দেশটি আন্তর্জাতিক বিশ্বে আরো একা হয়ে পড়বে।
০৭ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�