শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১১:৪৮:৫৪

ভারতকে নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার

ভারতকে নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা এস-৪০০ কিনলে জো বাইডেন সরকারের নিষেধাজ্ঞার কোপে পড়তে পারে ভারত। বাইডেন সরকারের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের ভারত সফরের আগে তার কাছে এমনটাই নির্দেশ গিয়েছে বলে জানা গিয়েছে। 

আমেরিকা যে এই চুক্তির ঘোরতর বিরোধী, লয়েডকে তা ভারত সরকারের কাছে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার বাইডেন সরকারের প্রথম প্রতিনিধি হিসাবে ভারতে আসছেন সে দেশের প্রতিরক্ষা সচিব। ওই সফরের আগেই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে আমেরিকার মুখে। 

সূত্রের দাবি, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে এই চুক্তির ফলাফল যে ভারতের পক্ষে গুরুতর হতে পারে, তেমনটাই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার বৈদেশিক সম্পর্ক নিয়ে গঠিত কমিটির চেয়ারম্যান বব মেনেন্ডেজ। লয়েডের কাছে একটি চিঠিতে ওই সেনেটর জানিয়েছেন যে নিষেধাজ্ঞার বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের কর্মকর্তাদের অবহিত করাতে হবে।

চীনের সঙ্গে 'পাল্লা' দিতে ভারতীয় বিমানসেনা এবং নৌসেনার জন্য রাশিয়ার থেকে দেড়শোরও বেশি এস-৪০০ কিনতে চায় ভারত সরকার। যদিও লয়েডের সফরের আগে রাশিয়ার সঙ্গে ভারতের সে চুক্তির সম্ভাবনা নেই। তবে আমেরিকা যে এই চুক্তির বিরোধিতা করছে, তা স্পষ্ট করার দায়িত্ব বর্তেছে লয়েডের কাঁধে। এই সফরে ভারত-আমেরিকার মধ্যে মূলত আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সুরক্ষা নিয়েই আলোচনা হওয়ার কথা।

তবে ওয়াকিবহাল মহলের মতে, আলোচনায় উঠে আসতে পারে রাশিয়ার থেকে ক্ষেপণাস্ত্ররোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ভারতের পরিকল্পনাটিও। রাশিয়ার থেকে এস-৪০০ কেনার জন্য ইতিমধ্যেই তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ভারতেরও যে একই হাল হতে পারে, তেমনটাই জানাতে উদ্যোগী হয়েছে বাইডেন প্রশাসন।

মেনেন্ডেজ তার চিঠিতে লয়েডকে লিখেছেন, যদি ভারত এস-৪০০ কেনার পরিকল্পনায় অগ্রসর হয়, তবে তা আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আসবে। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার সিএএটিএসএ (কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংকসনস অ্যাক্ট) আইনের ২৩১ ধারা বলে ভারতের উপর ওই নিষেধাজ্ঞা বহাল করা যেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে