শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৮:৫৩:১৪

ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে '‌বিপাকে' মোদি সরকার

ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে '‌বিপাকে' মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : দেশে সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সে বিষয়ে কথাবার্তা হয়েছে, জানালেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেনারেল লয়েড অস্টিন। জো বাইডেন মসনদে বসার পর এই প্রথম ত্রিদেশীয় সফরে বেরিয়ে ভারতে এসেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব।

দু'‌দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনে নানা বিষয় নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। উত্তরপূর্ব ভারতের সংখ্যালঘু, বিশেষত মুসলিমদের নাগরিক অধিকার হরণ সংক্রান্ত বিষয় নিয়ে তার প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কিনা, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‌প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলা সুযোগ হয়নি। কিন্তু মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে কথা হয়েছে। ভারত আমাদের বন্ধু দেশ। আর বন্ধু দেশের মধ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ভীষণ জরুরি।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের সেনেটে বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত কমিটির চেয়ারম্যান সেনেটর রবার্ট মেনেনডেজ আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ভারতে গণতন্ত্রের অবস্থা ক্রমে খারাপের দিকে এগোচ্ছে। তার বক্তব্যে উঠে এসেছিল কৃষক আন্দোলন দমনে সরকারের ভূমিকার প্রসঙ্গ। মুসলিম-বিরোধিতা, সংশোধিত নাগরিকত্ব আইন, অনুচ্ছেদ ৩৭০ বিলোপ, বিরুদ্ধ-মতামত রুখতে দেশদ্রোহ আইন প্রয়োগ ইত্যাদি প্রসঙ্গ টেনেও ভারতকে বিঁধেছেন তিনি। 

সে বিষয়ে মার্কিন নিরাপত্তা সচিবকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, '‌আপনারা তো প্রেসিডেন্ট বাইডেনকে বলতে শুনেছেন, মানবাধিকার এবং আইনের শাসনের উপরই সবচেয়ে বেশি জোর দেয় আমেরিকা। গণতান্ত্রিক দেশ হিসেবে এই বিষয়গুলি অত্যন্ত জরুরি আমাদের কাছে। ভারতও গণতান্ত্রিক দেশ। এ বিষয়গুলি নিয়েই আমরা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছি।'‌

শুক্রবার প্রধানমন্ত্রী এবং অজিত ডোভালের সঙ্গে দেখা করেছিলেন লয়েড অস্টিন। শনিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভারত-চীন সীমান্ত বিবাদ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি জানান, '‌যে কোনও মুহূর্তে দু'‌দেশের মধ্যে যুদ্ধ লাগতে পারে, এমনটা কখনই মনে হয়নি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে