বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১২:৩৫:৫৫

প্যাকেট বোমা আতঙ্কে জার্মান চ্যান্সেলর, দপ্তরে তল্লাশি-তালা

প্যাকেট বোমা আতঙ্কে জার্মান চ্যান্সেলর, দপ্তরে তল্লাশি-তালা

আন্তর্জাতিক ডেস্ক : সন্দেহভাজন প্যাকেট দৃশ্যমান হওয়ায় আতঙ্কে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের দপ্তর বন্ধ করে তালা দেওয়া হল। বার্লিন পুলিশের মুখপাত্র বলেন, চ্যান্সেলারের দফতরে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি৷ এক প্রত্যক্ষদর্শী জানান, নিরাপত্তাবলয়ের ভিতরেই চারটি হলুদ রঙের প্যাকেট পড়ে থাকতে দেখেছেন তিনি৷ রুটিন মাফিক টহল দেওয়ার সময় প্যাকেটগুলি নজরে আসে। ওই প্যাকেটগুলিতে বিস্ফোরক রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। শুরু হয়েছে তল্লাশি। গত নভেম্বর মাসে আইএসের রক্তাক্ত হয়েছিল প্যারিস হামলায় ১৩০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। এরপর থেকেই জঙ্গি হামলার পর পুরো ইউরোপজুড়ে সতর্কতা জারি করা হয়েছে৷ এরই মধ্যে চ্যান্সেলারের দপ্তরে সন্দেহজনক প্যাকেট উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। ০৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে