সোমবার, ২২ মার্চ, ২০২১, ০৯:৩৬:১৮

বর্ধমানে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, ১ শিশুর মৃত্যু

বর্ধমানে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, ১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ ভোটের মুখে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল ১টি শিশুর। আহত হয়েছে আরও ১ জন। ঘটনা পূর্ব বর্ধমানের রসিকপুরের। মৃতের নাম শেখ আফরোজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব ডিজপোজাল স্কোয়াড। জানা গিয়েছে, সোমবার বেলা ১১টা নাগাদ বাড়ির কাছেই একটি জায়গা খেলার ছলে মাটি খুড়ছিল ইব্রাহিম ও আফরোজ নামে ২টি শিশু। 

তখনই বলের মতো কিছু দেখতে পায় তারা। মাটির নীচ থেকে সেগুলি বল ভেবে বার করে ছুড়তেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ২ জনই। এর পর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আফরোজের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান তানার পুলিশ। পৌঁছয় বম্ব স্কোয়াড। তারা গোটা এলাকা পরীক্ষা করে দেখেন। তবে আর কোনও বোমা মেলেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, সেখানে বোমা কোথা থেকে এল তা জানার চেষ্টা চলছে। 

তবে এই দুর্ঘটনায় বর্ধমানে বোমার রমরমা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, খাগড়াগড় কাণ্ডের পর কি এতটুকু সতর্ক হয়নি পুলিশ? বর্ধমানে বোমা বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। সোমবার বিকেলে কলকাতায় মুখ্য নির্বাচনী কর্মকর্তার সঙ্গে দেখা করেন বিজেপি নেতা তথা ডোমজুড় কেন্দ্রে দলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, খেলা হবে স্লোগান দিয়ে কী ভাবে গুন্ডাবাহিনীকে তৈরি করেছে আজকের ঘটনা তার উদাহরণ। সবাই দেখছে, খেলা হবে স্লোগান দিয়ে কোন রক্তের হোলি খেলা শুরু করেছে তৃণমূল। প্রথম দফার নির্বাচনের ৫ দিন আগে এই ঘটনায় রাজ্যের আইন – শৃঙ্খলা মজবুত করতে কী ব্যবস্থা করছে কমিশন? প্রথম দফার নির্বাচনের আগে ওই সব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধমকাচ্ছে তৃণমূল। বিজেপির ভোটাদের ভোট দিতে গেলে ফল ভাল হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে