শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১০:২২:৩৩

৭০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, আটকা ৬ জনকে উদ্ধারের চেষ্টা

৭০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, আটকা ৬ জনকে উদ্ধারের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বইয়ের কোভিড হাসপাতাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire at Mumbai Covid Hospital) ঘটনায় মৃত্যু হল দুই কোভিড রোগীর। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। ৭০ জন রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। বৃহস্পতিবার গভীর রাতে লাগা এই আগুন শুক্রবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকলের ২২টি ইঞ্জিন।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই। নতুন করে শহরের অধিকাংশ কোভিড হাসপাতালে বেড ভর্তি হচ্ছে। এরই মধ্যে ভান্ডুপে ড্রিমস মলের মধ্যে থাকা একটি কোভিড স্পেশ্যাল হাসপাতালে আচমকাই আগুন লেগে যায় বৃহস্পতিবার মধ্যরাতে। সেখানে চিকিৎসাধীন ছিলেন ৭০ জনেরও বেশি কোভিড রোগী। দ্রুত তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে প্রাণ হারান দুই ভাইরাস আক্রান্ত রোগী। যদিও দমকলের এক অফিসার জানিয়েছেন, ছয় জন ব্যক্তি এখনও আটকে রয়েছেন হাসপাতালের ভিতর। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গিয়েছে, মুম্বইয়ের ওই মলটির দু'তলায় প্রথমে আগুন লাগে। তারপর সেখান থেকে হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, ৭৩ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, তিন জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কী থেকে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ঘটনার খবর পেয়েই পৌঁছে যান মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। মলের ভিতর হাসপাতালের বিষয়ে তাঁর কাছে কোনও খবরই ছিল না বলে দাবি করেন তিনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে