আন্তর্জাতিক ডেস্ক: ‘স্ত্রীর অত্যাচার থেকে বাঁচতে’ ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। এখানেই পাকাপাকিভাবে বসবাস করার পরিকল্পনা ছিল তার। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মানিক সরকার (৪০)। তিনি ত্রিপুরার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্তান টাইমসের এক প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রায় ২ মাস আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন মানিকবাবু। এরপর পটুয়াখালী জেলার বাউফল থানার কাছিপাড়া গ্রামের এক নারীকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে স্ত্রীকে নিয়ে গাজীপুরের বাসন থানার আউটপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেন।
খবর পেয়ে সম্প্রতি তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু ভারতীয় নথি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাকে জেল হেফাজতে পাঠিয়েছে গাজীপুরের আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতের বাড়ি ত্রিপুরার উত্তর কৃষ্ণপুরের টিলা রাধানগরে। ভারতে তার এক স্ত্রী রয়েছেন বলে তিনি জানিয়েছেন। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসেন তিনি। এখানেই পাকাপাকিভাবে বসবাস করার পরিকল্পনা ছিল তার। কিন্তু সুখ বেশিদিন সইল না! সূত্র: হিন্দুস্তান টাইমস।