মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১১:২৯:১৪

আজানের সময়ে গান বন্ধ না করায় বিয়ে পড়াতে অস্বীকৃতি কাজির

 আজানের সময়ে গান বন্ধ না করায় বিয়ে পড়াতে অস্বীকৃতি কাজির

নিউজ ডেস্ক: আজানের সময়ে গান বন্ধ না করায় দুটি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন মাওলানা ক্বারি সুফিয়ান নামে এক কাজি। ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে।

কাজি মাওলানা ক্বারি সুফিয়ান বলেছেন, আমি আজানের সময় হওয়াতে দুই বরের পরিবারকে গান বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি। তাই আমি বিয়ে পড়াতে অস্বীকৃতি জানায়।

ক্বারি সুফিয়ান আরও বলেন, আমি দেখলাম বরযাত্রার সময় উচ্চস্বর গানের তালে তালে গাড়ির ওপর উঠে নাচছে ওই দুই বর। তারা একই ভেন্যুতে দুই বোনকে বিয়ে করতে যাচ্ছিল। যখন তারা আমার কথা শুনেও থামেনি, তখন আমি তাদের পরিবারকে জানাই যে, আমি বিয়ে পড়াতে পারবো না।

তবে ক্বারি সুফিয়ান বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোর পর ওই দুই পরিবার আরেকজন কাজি খুঁজে বের করেন। পরে অল্প সময়ের মধ্যে বিয়ে সম্পন্ন করা হয়। এ নিয়ে পরদিন পঞ্চায়েতে বৈঠকও বসে। সেখানে এ বিষয়ে আলোচনা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে