বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৩:০৬:০২

আকাশ থেকে পড়া ‘রহস্য বরফে’ গুরুতর আহত মহিলা

আকাশ থেকে পড়া ‘রহস্য বরফে’ গুরুতর আহত মহিলা

আন্তর্জাতিক ডেস্ক : আকাশ থেকে পড়া ‘রহস্য বরফ’র গোলায় ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজরানি গৌড় নামের ৬০ বছরের এক মহিলা। ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার আমকোহ গ্রামে গত ১৭ ডিসেম্বর ঘটনাটি ঘটে। সম্প্রতি এটি সংবাদমাধ্যমের নজরে আসে। কিন্তু আকাশ থেকে কিভাবে এই রহস্যজনক বরফের গোলা কী ভাবে আসতে পারে? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে এর ব্যাখ্যায় উড়ন্ত প্লেনের দিকেই আঙুল তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সেই সময় আমকোহ গ্রামের উপর দিয়ে উড়ে যাওয়া কোনও বাণিজ্যিক প্লেনের টয়লেট থেকেই ওই বরফের গোলা পড়েছে। প্লেনের শৌচাগার থেকে বরফীকৃত মল-মূত্র নিচে ফেলে দেওয়া হয়েছিল। তার ধাক্কাতেই আহত হন ওই বৃদ্ধা। রাজরানী গৌড়ের গায়ে লাগার আগে প্রায় ৫০ কেজি ওজনের বরফের গোলাটি তাঁর বাড়ির ছাদে লেগে টুকরো টুকরো হয়ে যায়। না হলে ওই মহিলার বেঁচে থাকার কোনও সম্ভাবনাই ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বরফের গোলা পড়ার আওয়াজ ও রাজরানী গৌড়ের চিত্‍কারে ছুটে আসেন তার প্রতিবেশীরা। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ধরনের ঘটনাকে 'ব্লু-আইস' বলা হয়ে থাকে। ভারতে দেশে ব্লু-আইসে কারোর আহত হওয়ার ঘটনা এই প্রথম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় জানিয়েছে, ব্লু-আইসেই রাজরানী গৌড় আহত হয়েছেন বলে প্রমাণিত হলে বেসামরিক বিমান পরিবহণ আইন অনুযায়ী, তিনি ক্ষতিপূরণের দাবি করতে পারবেন। তবে স্থানীয় প্রশাসন এই ঘটনাকে আমলে নিতে নারাজ। জেলাশাসক একে সিং জানিয়েছেন যে এই রকম একটি ঘটনার কথা তাঁর কানে এলেও, তিনি গুজব ভেবেছিলেন। বিমান পরিবহণ বিশেষজ্ঞ বিমল কুমার শ্রীবাস্তবের মতে, এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। দিল্লিবাসী বিমল শ্রীবাস্তব বহু বছর ধরেই ব্লু-আইস নিয়ে কাজ করছেন। এর তদন্ত হওয়া প্রয়োজন। সংবাদমাধ্যমে এই খবর জেনে বেসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেলকে এ কথা জানিয়েছেন তিনি। ০৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে