অবশেষে ক্ষমতা ছাড়ছেন বাশার আসাদ!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা ছাড়ছেন! আমেরিকার ফাঁস হয়ে যাওয়া একটি গোপন দলিলে এমন তথ্য পাওয়া গেছে। তাতে এর একটি টাইম ফ্রেমও উল্লেখ করা হয়েছে। ওই দলিলের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার সিরিয়ায় রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন সম্পর্কে যে ধারণা করতে পারে তাতে মনে হয়, প্রেসিডেন্ট আসাদ ২০১৭ সালের মার্চ পর্যন্ত ক্ষমতায় থাকবেন।
গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার বিভিন্ন ঘটনাবলীর ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে যে, ২০১৭ সালের মার্চ মাসের যেকোনো দিন আসাদসহ তার ঘনিষ্ঠ ব্যক্তিরা সিরিয়ার ক্ষমতা ছেড়ে চলে যাবেন।
গোপন দলিলটি প্রকাশ হয়ে যাওযার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে, গত বছরের শেষদিকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ পদস্থ কূটনীতিকরা সিরিয়ার জন্য এই সময়সীমা নির্ধারণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এই সময়সীমাকে ‘কর্মী পর্যায়ের একটি পরামর্শ দলিল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি ছিল একটি ‘প্রাথমিক পরিকল্পনা’ যা ‘সিদ্ধান্ত নেয়া’র আগে তৈরি করা হয়েছিল। 
তবে বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ এর আগে সিরিয়ার ক্ষমতার পট পরিবর্তনের জন্য যে কর্মসূচি হাতে নিয়েছিল মার্কিন দলিলে তার মিল রয়েছে। তাদের মতে, এটি হচ্ছে মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট প্রতিফলন। মার্কিন সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ২০১৭ সালের আগস্ট মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে মার্চ থেকে আগস্ট পর্যন্ত দেশ চালাবে একটি অন্তর্বর্তী সরকার।
আমেরিকার এই পরিকল্পনা আদৌ সম্ভব কিনা- তা নিয়ে সংশয় রয়েছে। কেউ কেউ বলছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালের মার্চ মাসে প্রথম সিরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। সে ঘটনার প্রায় চার বছর পর এখন আসাদ আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছেন।
০৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �