বুধবার, ৩১ মার্চ, ২০২১, ০৪:২৩:৪২

একসঙ্গে বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিল, পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু

একসঙ্গে বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিল, পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:  তানজানিয়ার দার-ইস-সালাম শহরে সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষকৃত্যে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জানা যায়, রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির মরদেহ রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই ৪৫ জন মানুষ প্রাণ হারান।

দার-ইস-সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা জানান, বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিল। তাদের অনেকেই অধৈর্য্য হয়ে উঠে জোর করে ঢোকার চেষ্টা করলে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে কেও কেও ভীড়ের ভেতর দম না নিতে পেরেও মারা গেছেন। নিহতদের পাঁচজন একই পরিবারের বলেও জানান তিনি। ওই ঘটনায় আরো বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মরদেহ দার এস সালাম ছাড়াও আর যেসব শহরে নিয়ে যাওয়া হয় তার মধ্যে রয়েছে দোদোমা, জানজিবার, মাওয়ানজা এবং গেইতা। গত ২৬ মার্চ তাকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের নিজ গ্রাম ছাটোতে সমাহিত করা হয়। সূত্র: দ্যা গার্ডিয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে