সেই হাইড্রোজেন বোমা নিয়ে সংশয় আছে আমেরিকার
আন্তর্জাতিক ডেস্ক : হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া। কিন্তু সেটি আসলে হাইড্রোজেন বোমা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার মতামতের ভিত্তিতে এ সন্দেহ প্রকাশ করা হয়েছে।
হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করা হয়েছে বলে যে দাবি উত্তর কোরিয়া করেছে তার সঙ্গে 'আমাদের প্রাথমিক বিশ্লেষণ' সংগতিপূর্ণ নয়।
একই সাথে সফল পরীক্ষার ঘোষণা দেয়া সত্ত্বেও দেশটির সক্ষমতা নিয়ে হোয়াইট হাউজের আগের মূল্যায়নের কোনো রদবদল হয় নি বলেও জানান আর্নেস্ট। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এমন কিছু ঘটে নি যে উত্তর কোরিয়ার সামরিক এবং প্রযুক্তি সক্ষমতা সংক্রান্ত মার্কিন সরকারের মূল্যায়ন পরিবর্তন করতে হবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা দাবি করছেন, ভূকম্পন বিষয়ক তথ্য-উপাত্তে মনে হচ্ছে, ১৯৪৫ সালে হিরোশিমায় আমেরিকা যে আণবিক বোমা ফেলেছিল উত্তর কোরিয়ার বোমার ক্ষমতা তার চেয়ে নয়গুণ কম। এ বোমার ক্ষমতা ছয় কিলোটন টিএনটি’র সমান বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য মুখে যাই বলুক, এ পরীক্ষাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই’র সঙ্গে কথা বলে নিজের উদ্বেগের বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে, ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে যোগ দিয়ে চীনও এ পরীক্ষার নিন্দা জানিয়েছে।
এ ছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ং’র এ পরীক্ষার নিন্দা জানিয়েছে। আর এর অর্থ দাঁড়াচ্ছে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী অস্ত্রের অধিকারী হয়েছে উত্তর কোরিয়া।
০৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�