শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ১২:৩২:০২

করোনায় সুস্থ হয়ে ১৪০ দিনে আবারও হাসপাতালে এক তৃতীয়াংশ রোগী

করোনায় সুস্থ হয়ে ১৪০ দিনে আবারও হাসপাতালে এক তৃতীয়াংশ রোগী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হওয়ার চার মাসের ব্যবধানে আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এক তৃতীয়াংশ রোগী। এদের প্রতি ৮ জনের একজন মারা যাচ্ছেন। আবার কারো কারো শরীরে ধরা পড়ছে দীর্ঘমেয়াদি কয়েক ধরনের রোগ।

করোনায় বিপর্যস্ত ব্রিটেন। নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের পর আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে হু-হু করে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে বহু মানুষ। এর মধ্যেই করোনা নিয়ে ভয়াবহ তথ্য দিলেন গবেষকরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা বলছেন, করোনা আক্রান্ত হওয়ার চার মাসের মধ্যে আবারো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এক তৃতীয়াংশ রোগীকে। যাদের মধ্যে প্রতি ৮ জনের একজনই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেল ইনফোরমেটিকস গবেষক ড. অমিতাভ ব্যানার্জি বলেন, হার্ট, কিডনি, ডায়াবেটিস এই ধরনের সমস্যা নিয়ে করোনা আক্রান্ত রোগীদের বেশি লক্ষ করছি। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, করোনা আক্রান্ত থেকে সেরে ওঠার ১৪০ দিনের মাথায় এক তৃতীয়াংশ রোগী আবারো হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। করোনা আক্রান্ত হওয়ার পর অনেকের শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে।

২০২০ সালের ৩১ আগস্ট থেকে ৪৮ হাজার করোনা আক্রান্ত রোগীর ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য জানিয়েছেন তারা। গবেষকরা বলছেন, শুধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিই হচ্ছেন না, করোনা আক্রান্ত হওয়ার পর অনেকের শরীরে দেখা দিচ্ছে নতুন নতুন সব জটিল রোগ। এর মধ্যে হার্ট, লিভার কিডনিতে সমস্যাসহ নানা জটিল রোগ দেখা দিচ্ছে। কারো বা আবার বিকল হয়ে যাচ্ছে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে