ভবন নির্মানের সময় ২৫০ বছর আগের জাহাজের সন্ধান
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি ভবন নির্মানের সময় প্রায় ২৫০ বছরের আগের একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে জাহাজটি যে সময় ডুবে গিয়েছিল সে সময় দেশটিতে গৃহযুদ্ধ চলছিল। খবর-ফক্স নিউজ।
স্থানীয় প্রত্নতত্ত্ববিদদের বরাত দিয়ে খবরে বলা হয়, জাহাজটি ডুবে যাওয়ার পেছনের কাহিনী তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। এ জাহাজটি যে স্থানে পাওয়া গেছে সেখানে আড়াই শ বছর আগে আলেকজান্দ্রিয়া জলযুদ্ধ হয়েছিল। আর সে যুদ্ধক্ষেত্রেই জাহাজটি ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রসঙ্গে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ফ্রান্সাইন ব্রুমবার্গ ফক্স নিউজকে বলেন, ‘এটি বাস্তবে একজন প্রত্নতত্ত্ববিদের উল্লেখযোগ্য স্বপ্ন।’
ফ্রান্সাইন প্রায় আড়াই দশক ধরে প্রত্নতত্ত্ববিদের কাজ করছেন। তিনি জানান, ‘আমরা জানি জাহাজটি এখানে আছে ১৭৭৫ থেকে ১৭৯৮ সালের মধ্যে থেকে।’
এ জাহাজটির মালিক কারা? জাহাজটিতে কী পরিবহন করা হচ্ছিল? এসব বিষয় এখনো কোন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় নি। 
এদিকে, জাহাজটি ভারী মালামাল বহন করছিল কিংবা যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী কর্তৃক ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করছেন থান্ডারবার্ড আর্কিওলজির প্রধান প্রত্নতত্ত্ববিদ জন মুলার।
জাহাজটির একাংশ পড়েছে একটি হোটেল নির্মাণস্থলে। এ জাহাজটি আবিষ্কারের কয়েক দিন আগেই এ স্থানে একটি ওয়্যারহাউজ পাওয়া যায়। এটি শহরের প্রথম পাবলিক ভবন হিসেবে পরিচিত।
প্রাচীন জাহাজটির সন্ধান পাওয়ার পর সে স্থানে এখন বহু মানুষ ভিড় করছেন। সে স্থানের নিরাপত্তা বেষ্টনী উন্মোচন করার পর দর্শনার্থীরা সরাসরি তা দেখার সুযোগ পাচ্ছেন।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল