রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ১০:৪১:৫২

মোদিরা আসবে, ভাঁওতা দেবে, তারপর পালিয়ে যাবে: মমতা

 মোদিরা আসবে, ভাঁওতা দেবে, তারপর পালিয়ে যাবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচন শেষ না হতেই রোববার হুগলির জনসভায় বিজেপি হারছে বলে জোর হুঙ্কার ছাড়েন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।  সেই সঙ্গে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঁতাতেরও অভিযোগ করেন ঘুরিয়ে। 

বলেন, কমিশনকে কাজে লাগিয়ে পুলিশ বদল করা হচ্ছে, এজেন্টের নিয়মও শিথিল করা হয়েছে।  বিজেপির উদ্দেশে এদিন আরও বলেন, ‘দু-দফায় ৫০টি আসনে জিতে গিয়েছে বলে যতই দাবি করুক, বিজেপি এবার হারছেই। মিথ্যা দাবি করে জিততে পারবে না। বিজেপি দু-দফা ভোটের পর যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আগে মোট ৫০টি আসন জিতে দেখাও, তারপর দাবি করো।’ 

তার অভিযোগ, নির্বাচনে কোনো নিয়ম মানা হচ্ছে না। বিজেপি চায় মানুষ ভোট না দিক। তাই তারা নিয়মের ধার ধারছে না। বিজেপির অঙ্গুলিহেলনে এজেন্টের নিয়ম শিথিল করেছে কমিশন। বুথে এজেন্ট না পেয়ে বিধানসভা ক্ষেত্রের যে কোনো বুথ থেকে এজেন্ট এনে বসানোর নিয়ম করেছে কমিশন। 

মমতা আরও বলেন, বিজেপির কথায় কেউ কেউ দালালি করছেন। আমার আবেদন কেউ বিক্রি হয়ে যাবেন না। বিক্রি হওয়ার চেষ্টাও করবেন না। বিক্রি হলে আমি ঠিক ধরে ফেলব। প্রতিদিন পুলিশ অফিসার বদল করা হচ্ছে কমিশনকে দিয়ে। অফিসার বদলালেই সব হয়ে যাবে? 

যেসব অফিসার রয়েছেন তারা কি খারাপ? প্রশ্ন তোলেন মমতা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, মোদিরা আসবে, ভাঁওতা দেবে, তারপর পালিয়ে যাবে। সবকিছু বিক্রি করে দিচ্ছে। আগে দিল্লি সামলান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে