সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০২:৪৫:১৪

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশি দেশ ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই মহামারি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৩ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা দৈনিক হিসেবে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। খবর এনডিটিভির।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে— গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৫৫৮ জন। এক বছরের বেশি সময় ধরে দেশটিতে করোনা ঝড় শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রে। অঙ্গরাজ্যটিতে রোববারই ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ। রাজ্যটিতে লকডাউন চলছে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একদিনের হিসাবে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে রোববার। ১১ হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছেন এদিন। নতুন লক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ তিন হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ১৩২ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে