লিবিয়ায় পুলিশ ক্যাম্পে বোমা হামলা, নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃহস্পতিবার লিবিয়ার একটি পুলিশ ক্যাম্পে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানা যায়। আহতদের সংখ্যা আরো অনেক বেশি। তবে এই হামলা কে বা কারা ঘটিয়েছে একন পর্যন্ত জানা যায়নি। এবং এই হামলার দায়িত্ব এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। এএফপির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিটেনের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। লিবীয়ার ক্ষতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির শাসনামল থেকে পুলিশের এই প্রশিক্ষণ কেন্দ্রটি একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এতদিন পর্যন্ত এই ঘটিতে কোন প্রকার হামলার ঘটনা শোনা যায়নি। আজকের বোমা হামলার বিকট শব্দে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মিসরাতা থেকে শোনা গেছে।
৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�