মৃত মেয়ের অঙ্গ দানে ৬জনের প্রাণ বাঁচালেন বাবা-মা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : অনেক পরিণত বয়সের মানুষও যা করতে পারেনা। তাই করে দেখাল ৫ বছর বয়সের এক শিশু! তবে জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পর। মৃত্যুর পর শিশুটির দেহ দান করে যেন নতুন জীবন ফিরিয়ে দিলেন ৬ জন ব্যক্তির। জানুয়ারির ২ তারিখ সকাল বেলায় মায়ের হাত ধরেই স্কুলে যাচ্ছিলেন ৫ বছরের ছোট্ট জনস্রুথি। হঠাৎই মাঝ রাস্তায় দুর্ঘটনা। প্রাথমিক চিকিৎসার পর জনস্রুথিকে একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও সঙ্কট যে কাটেনি তা বোঝা যায় এক দিন পর থেকেই। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
জনস্রুথির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। কোয়ম্বত্তুরের একটি নামি হাসপাতালে তাকে রেফার করা হয়। কিন্তু এত চিকিৎসার পরেও কোন সাড়া মেলেনি। বুধবার তার ‘ব্রেন ডেথ’ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এক মাত্র শিশুর মৃত্যুতে স্বভাবতই খুব ভেঙে পড়েছিলেন জনস্রুথির বাবা-মা। পরে তার দুজনই মেয়ের দেহ দান করার সিদ্ধান্ত নেন। এত ছোট মেয়ের দেহ দানের এই সিদ্ধান্তে চিকিৎসকেরাও প্রথমে হতচকিয়ে যান। সচরাচর এরকম নজির দেখা যায়না বলেই জানান তারা।
চিকিৎসকেরা জানান, মেয়েটির কিডনি, হার্টের ভাল্ব, লিভার এবং চোখ কাজে লাগানো গিয়েছে। বিশেষ বিমানে একটা কিডনি এবং লিভার তারা চেন্নাইয়ের এক হাসপাতালে পাঠিয়েছেন। আবার যে হাসপাতালে জনস্রুতি ভর্তি ছিল সেখানকারই এক রোগীর দেহে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। জনস্রুথি দান করা অঙ্গে ৬ জন মুমূর্ষ রোগীর চিকিৎসা করা হয়েছে।
জনস্রুতির বাবা-মা খুবই খুশি। কোয়ম্বত্তুরের এক সরকারি হস্টেলের রাঁধুনি জনস্রুতির বাবা বলেন, ‘এই ভাবেই অন্যদের মধ্যে আমাদের ছোট্ট মেয়ে জনস্রুতি বেঁচে থাকবে সারা জীবন।’
৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �