ইয়েমেনে ইরান দূতাবাসে সৌদির হামলা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হামলায় দূতাবাসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি সৌদি আরবকেই দায়ী করেছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
হামলায় দূতাবাসের কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হন। এ সম্পর্কে জাবেরি বলেছেন, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এর মাধ্যমে কূটনৈতিক স্থাপনা রক্ষার বিষয়ে আন্তর্জাতিক সমস্ত রীতি-নীতি ও আইনের লঙ্ঘন করা হয়েছে। দূতাবাস ভবনে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ দিতে তিনি সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া, ওমরা হজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান সরকার। প্রেসিডেন্ট হাসান রুহানির সভাপতিত্বে আজ (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানি জনগণের ওমরা হজ বন্ধ থাকবে।
এছাড়া, সৌদি আরবে উৎপাদিত পণ্য অথবা সৌদি আরব থেকে আমদানি করা হয় -এমন সব পণ্য ইরানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ইরানের সমুদ্রবন্দর, মুক্ত বাণিজ্য এলাকা কিংবা বিশেষ অর্থনৈতিক এলাকাতেও এসব পণ্য আসতে পারবে না।
৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �