শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ০৮:২৪:০৫

আণবিক বোমা তৈরির পথে ইরান, রীতিমতো বিপদের আশঙ্কা দেখছে গোটা বিশ্ব

আণবিক বোমা তৈরির পথে ইরান, রীতিমতো বিপদের আশঙ্কা দেখছে  গোটা বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক: ইরান এবার চুক্তি ভেঙে আণবিক বোমা তৈরির পথে আরও এক পদক্ষেপ এগিয়ে গেল। আজ শনিবার আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটি।

জানা গেছে, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ‘164 IR-6 centrifuge’-এর বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই পদার্থ ও ইউরেনিয়ামের সংযোগে যেমন বিদ্যুৎ তৈরি করা যায়, তেমনই আণবিক হাতিয়ারও বানানো যায়। 

এদিকে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হওয়ায় তেহরানের উদ্দেশ্য নিয়ে রীতিমতো বিপদের আশঙ্কা ছড়িয়েছে গোটা বিশ্বে। ইসলামিক দেশটি আণবিক অস্ত্রের দৌড়ে শামিল হলে মধ্যপ্রাচ্যে সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সূত্র : সংবাদ প্রতিদিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে