শুনলে চমকে যাবেন, কিন্তু সে প্রতিবন্ধী
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর একটি বিখ্যাত সাইট, যে নামটি হয়তো অনেকেই জানেন।  সাইট তরফে ২৫ হাজার মার্কিন ডলার দেয়া হলো মেরিঅ্যান উরাইবকে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ২০ লাখ।  টেক্সাসের সেই মহিলাকে কেন এত টাকা দেয়া হলো- এমন প্রশ্ন জাগতেই পারে।  শুনলে তারিফ করতে বাধ্য হবেন।
সাইটটির তরফে ২৫ হাজার মার্কিন ডলার পেয়েছেন মেরিঅয়ান উরাইব। কিন্তু তাতে অনৈতিকতার লেশমাত্র নেই।  রয়েছে সাফল্যের এক অনন্য কাহিনী।  রয়েছে এক অদ্ভুত সুন্দর খবর।
মেরিঅ্যানকে ‘কলেজ স্কলারশিপ’ বাবদ এ অর্থ দেয়া হয়েছে।  কঠিন প্রতিযোগিতায় জিতে এ অর্থ পেয়েছেন মেরিঅ্যান।  শুনলে চমকে যাবেন, কিন্তু তিনি বাস্তবের প্রতিবন্ধী!
সাইটটির তরফে ঘোষণা করা হয়, দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য একটি স্কলারশিপ দেয়া হবে।  লিখিত পরীক্ষার পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিতে হয়েছে ইন্টারভিউ।  মেরিঅ্যানের পরীক্ষা কেমন হয়েছিল?
সাইটটির ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইস বলেছেন, মেরিঅ্য়ানের প্রবন্ধে একটা আত্মবিশ্বাস ছিল।  পড়ে মনে হয়েছিল, একটা জেদ যেন ওকে তাড়া করছে।  আমরা এমন একজনের সন্ধান করছিলাম, যে আনন্দ বিতরণ করতে সর্বত্র।  একটা ইতিবাচক পরিবর্তনের ধারক।
১০০০-এর বেশি পরীক্ষার্থীর মধ্যেও মেরিঅ্য়ানের ভেতরের আগুন চিনতে অসুবিধা হয়নি কর্তৃপক্ষের।
অর্থাভাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা শেষ করতে পারেননি মেরিঅ্য়ান।  তার উপরে একটি সংস্থার অর্থনৈতিক অনিয়ম প্রকাশ্যে এনে দুষ্কৃতীদের কবলে পড়েন।  তারপর থেকেই প্রতিবন্ধী। 
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �