বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ১১:০৫:৪৪

ইতালির মসজিদগুলিতে তারাবির নামাজ আদায়

ইতালির মসজিদগুলিতে তারাবির নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক: করোনার কারণে ইতালির রাজধানী রোমের মসজিদগুলোতে ৮ রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। তবে, মহামারির কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ।

তারাবি নামাজের মধ্যদিয়ে ইতালিতে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। করোনায় এবার রাজধানী রোমের ৫৫টি মসজিদে ৮ রাকাত করে তারাবির নামাজের সিদ্ধান্ত নেয়া হয়। ইতালিতে রাত দশটায় কারফিউ জারি থাকায় মসজিদ কমিটিগুলো ওই সময়ের আগেই নামাজ শেষ করে।

গত বছরের মতো এবারও কোন মসজিদে ইফতারের আয়োজন করা যাবেনা বলে ঘোষণা দিয়েছেন হেলাল কমিটির নেতারা।
এদিকে রেস্টুরেন্টসহ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইতালিতে ব্যবসায়ীদের বিক্ষোভ অব্যাহত আছে। বিভিন্নস্থান থেকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে