শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৬:২২:২৯

হাসপাতালে জায়গা নেই, এক শয্যায় শুয়ে রয়েছেন দুই করোনা রোগী!

 হাসপাতালে জায়গা নেই, এক শয্যায় শুয়ে রয়েছেন দুই করোনা রোগী!

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালের একটি শয্যায় শুয়ে রয়েছেন দু’জন। দু’জনের মুখেই লাগানো অক্সিজেন মাস্ক। এ রকমই চিত্র দেখা গেছে দিল্লির একটি সরকারি হাসপাতালে। আকাশছোঁয়া সংক্রমণে ভারত জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে হাসপাতালে শয্যা সংখ্যা নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন। যার ফলে ভারতের বেশ কয়েকটি হাসপাতালের চিত্রই এখন এমন।

দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) একাধিক শয্যায় দু’জন করে শুয়ে থাকতে দেখা গেছে। ভারতে কোভিড নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম । দেড় হাজারেরও বেশি শয্যা রয়েছে এখানে। কিন্তু সব শয্যায় রোগী আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক সুরেশ কুমার।

তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যে সম্পূর্ণ ধারণক্ষমতা নিয়ে কাজ করছি। কিন্তু লোকজনের গা-ছাড়়া মনোভাব, কোভিড বিধি মেনে না চলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’ 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ওই হাসপাতালে ১৫৮ জন নতুন করে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এক শয্যাতে দু’জনের পাশাপাশি মর্গের বাইরে রোদের মধ্যে মৃতদের আত্মীয়দের লম্বা লাইনও তুলে ধরছে দিল্লিতে কোভিড পরিস্থিতির ভয়াবহতা। দিল্লিতে গত কয়েক দিনে ১৬-১৭ হাজার জন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। করোনার প্রথম পর্বেও এত লোক একদিনে আক্রান্ত হয়নি। 

দেশের পরিস্থিতিরও অবনতি হয়েছে। এ বছরের শুরু দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ১০ হাজারের নীচে। এখন তা পৌঁছে গিয়েছে ২ লাখের উপরে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে