শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৩১:৪৮

তুরস্কের নৌ-বাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী : ইসরাইলি গবেষণায় প্রকাশ

 তুরস্কের নৌ-বাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী : ইসরাইলি গবেষণায় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের নৌ-বাহিনীকে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরী অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিশালী নৌ-বাহিনী বলে ঘোষণা দেয়া হয়েছে ইসরাইলের সাম্প্রতিক এক গবেষণায়। পূর্ব ভূমধ্যসাগরে নিজের বৈধ স্বার্থ রক্ষার্থে তুরস্কের কার্যকর পদক্ষেপ ও দেশটির প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রযুক্তিগত উন্নয়নের কারণেই এ স্বীকৃতি।

হাইফা বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক নীতি ও সমরকৌশল নিয়ে গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে তুরস্কের আধুনিক নৌ-বহরের ব্যাপক প্রশংসা করা হয়। তবে প্রতিবেদনে এ শঙ্কাও প্রকাশ করা হয় যে ইসরাইলের উচিৎ তুরস্ককে একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা।

এ গবেষণায় একজন বিশেষজ্ঞ বলেন, ‘তুরস্ক এমন একটি নৌ-বাহিনী তৈরি করেছে যে এ বাহিনীকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। এ বাহিনী মূল ভূখণ্ড থেকেও বহুদূরে অভিযান চালাতে পারে।’

তুরস্কের অধীনে আছে পূর্ব ভূমধ্যসাগরের মহাদেশীয় উপকূলরেখার বেশিরভাগ অংশ। একারণে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের ওপর গ্রিস ও গ্রিক সাইপ্রাসের দাবিকে প্রত্যাখান করেছে। তুরস্কের দাবি গ্রিকদের এসব অতিরিক্ত দাবি তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের সার্বভৌম অধিকারকে ক্ষুণ্ণ করছে।

গত বছর তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানের জন্য কয়েকটি অনুসন্ধানী জাহাজ পাঠায় এবং এ অঞ্চলে তার জোর দাবি জানায়। এ অঞ্চলে তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের সার্বভৌম অধিকারের কথাও এ সময় বলা হয়।

তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়ে বারবার জোর দিয়ে বলেছে যে এ অঞ্চলের বিদ্যমান প্রধান সমস্যাগুলো আন্তর্জাতিক আইন, চমৎকার প্রতিবেশীসুলভ সম্পর্ক ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সূত্র : ইয়েনি সাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে