রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ০১:৩৬:১৮

যার কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন এরদোয়ান

যার কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সাবেক রাষ্ট্রপতি তুরগুত ওজানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান, স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোয়াইলু ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মুহম্মদ নুরি আরসুসহ অনেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এরদোয়ান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলাওয়াতের ভিডিও ভাইরাল হয়। 

গতকাল শনিবার (১৭ এপ্রিল) ইস্তাম্বুল নগরীর তোপকাপি এলাকায় সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়। তুরস্কের অষ্টম রাষ্ট্রপতি তুরগুত ওজানের সমাধির সামনে নীরবতা পালনের মাধ্যমে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। 

এ সময় তুরগুত ওজানের সমাধিতে এরদোয়ান পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর তিনি পবিত্র কোরআনের ৮১ নম্বর সুরা ইনফিতার সুললিত কণ্ঠে মুখস্ত পাঠ করেন। এ সময় ওজানের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। 

১৯৮৯ সালে তুরগুত ওজান রাষ্ট্রপতি পদে গ্রহণ করেন। ১৯৯৩ সালের ১৭ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র : আলজাজিরা 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে