শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০২:৪১:৫৪

ভারতীয় বিমানে ভ্রমনের আগে দু’বার ভাবুন

ভারতীয় বিমানে ভ্রমনের আগে দু’বার ভাবুন

আন্তর্জাতিক ডেস্ক : পরামর্শ নয়, অভিযোগ নয়, বাস্তব। পৃথিবীর নিরাপদ বিমানের যে তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে, তাতে একটি ভারতীয় সংস্থারও নাম নেই। তালিকায় নাম তুলতে যে সব শর্ত পূরণ আবশ্যক ছিল, সেগুলি পূরণ করতে পারেনি একটি ভারতীয় সংস্থাও। অপারেশনাল হিস্ট্রি, ইনসিডেন্ট রেকর্ডস এবং অপারেশনাল এক্সেলেন্স। মোটামুটি এই তিনটি মাপকাঠিতে বিচার করা হয় বিমান পরিবহণ সংস্থাটি নিরাপদ কি না। ঘটনাচক্রে এই তিনটি ধাপ অতিক্রম করতে পারেনি ভারতের কোনও বিমান পরিবহণ সংস্থা। ফলে প্রথম ১০টি তো দূরের ব্যাপার, প্রথম ২০টি বিমান পরিবহণ সংস্থার তালিকায় কোনও ভারতীয় সংস্থা নেই। প্রথম ২০টি সংস্থা হল, এয়ার নিউজিল্যান্ড, আলাস্কা এয়ারলাইন্স, অল নিপ্পন এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, এমিরেটস, এতিহাদ এয়ারওয়েজ, ইভা এয়ার, ফিনএয়ার, হাওয়াইয়ান এয়ারলাইন্স, জাপান এয়ারলাইন্স, কেএলএম, লুফৎহানসা, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন সিস্টেম, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সুইস, ইউনাইটেড এয়ারলাইন্স, ভার্জিন অ্যাটলান্টিক এবং ভার্জিন অস্ট্রেলিয়া। ৮ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে