পুড়ছে ২০ লাখ ব্যারেল তেল, নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন
আন্তর্জাতিক ডেস্ক : অতর্কিতে হামলায় এবার বড় ধরণের ক্ষতির মুখে পরেছে লিবিয়া। তাদের অর্থনীতি পক্ষ করে দিতে হামলা চালানো হয়েছে তেল সংরক্ষণাগারগুলোতে। পৃথক হামলায় দেশটির পাঁচটি বড় ধরনের তেল সংরক্ষণাগারে আগুন লেগে গেছে। এ সব সংরক্ষণাগারের প্রত্যেকটিতে ৪ লাখ ব্যারেল করে তেল রয়েছে। সিরতে ও বেনগাজি শহরের মধ্যবর্তী উপকূলীয় এলাকা সিদরা ও রাস লানুফে এসব তেল সংরক্ষণাগার অবস্থিত। লিবিয়ার তেল রপ্তানিকারক টার্মিনালগুলোর দখল নিতে সোমবার থেকে হামলা শুরু করেছে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট। অবশ্য গতমাসে ফ্রান্স সতর্ক করে দিয়ে বলেছে, নিজেদের আর্থিক চাহিদা মেটানোর জন্য লিবিয়ার তেল স্থাপনাগুলোর দখল নিতে পারে আইএস।
অগ্নিনির্বাপন কর্মীরা জানিয়েছেন, তারা সিদরার চারটি এবং রাস লানুফের একটি তেল সংরক্ষণাগারের আগুন নেভানোর চেষ্টা করছেন।
লিবিয়ার কর্মকর্তারা বলছেন, আইএসের হামলায় তেল স্থাপনাগুলোর প্রহরায় নিযুক্ত অন্তত ১০ কর্মী নিহত হয়েছে।
তেল স্থাপনাগুলো রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর কর্মকর্তা আলী আল-হাসি জানিয়েছেন, সিদরা কিংবা রাস লানুফের কোনো স্থাপনাই দখলে নিতে পারেনি আইএস। এ ছাড়া, তার বাহিনীর সদস্যরা ৩০ জঙ্গির লাশ উদ্ধার ও তাদের বহু সাঁজোয়া যান আটক করেছে।
তেল স্থাপনাগুলো রক্ষার লড়াইয়ে বিমান সহায়তা দিচ্ছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী দু’টি সরকার কাজ করছে। দুই পক্ষের সংঘর্ষের সুযোগে প্রায় এক বছর আগে দেশটিতে অনুপ্রবেশ করেছে আইএস।
০৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�