বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ০৩:৩৭:৫৪

ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক করে ২২ জনের মৃত্যু

ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক করে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:  মহারাষ্ট্রের (Maharashtra) নাসিক হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এই ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

অক্সিজেন ট্যাঙ্কার লিক করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের হাসপাতালে। নাসিকে ডা. জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে। এই ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন ওই ২২ জন রোগী। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার সময় ওই হাসপাতালে ১৭১ জন রোগী ছিলেন।

এই প্রসঙ্গে FDA মন্ত্রী ডা, রাজেন্দ্র শিঙ্গানে বলেছেন, 'দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট নিচ্ছি। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। জড়িতদের রেয়াত করা হবে না।'

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ট্যাঙ্কারে অক্সিজের ভর্তি করা হচ্ছি। সেই সময়ই ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে। পরিস্থিতি সামলাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, নাসিকে ট্যাঙ্কারে ভালভ লিক করে এই ঘটনা ঘটেছে। প্রচুর পরিমাণে অক্সিজেন লিক করেছে।-এই সময় 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে