বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৮:৫১:২৭

শক্তিশালী সাইক্লোন আঘাত হেনেছে কালবাড়ি নামক অঞ্চলে

শক্তিশালী সাইক্লোন আঘাত হেনেছে কালবাড়ি নামক অঞ্চলে

আন্তর্জাতিক ডেস্ক:  একেবারে শক্তিশালী ঝড়ে কাবু অস্ট্রেলিয়া। ট্রপিক্যাল সাইক্লোন আছড়ে পড়েছে অস্ট্রেলিয়ার পশ্চিম সমুদ্র তটে। ঝড়ের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের প্রায় সমস্ত বাড়িই। বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বাড়ির সংখ্যা প্রায় ১০হাজার বলে জানা গিয়েছে।

 এই সাইক্লোনের নাম সেরোজা। জানা গিয়েছে এটি ল্যান্ডফল করে পার্থের ৫০০ কিলোমিটার উত্তরে। এটি ক্যাটাগরি থ্রি টাইপের ঝড় বলে জানানো হয়। রবিবার রাতে এই ঝড় তান্ডব চালায় কালবাড়ি নামক অঞ্চলে। সেখানকার ৭০ শতাংশ বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে। এমনটাই জানা গিয়েছে খবরে।

পশ্চিম অস্ট্রেলিয়ার ইমারজেন্সি সার্ভিস কমিশনার ডারেন কেম জানিয়েছেন, ‘৪০ শতাংশ ক্ষতি গুরুতর। তবে কোনও হতাহতের খবর নেই। পুরোদমে শুরু হয়েছে পুনরুদ্ধারের।কাজ।’ এখনও সেখানে ৩১হাজার ৫০০ টি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। তা ঠিক করতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে এমন ধরনের ট্রপিক্যাল সাইক্লোন সাধারণত হয় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে