বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৩:৩৫:২২

প্রয়োজনে ভিক্ষা করে হলেও মোদি সরকারকে অক্সিজেন আনার নির্দেশ দিল্লি হাইকোর্টের

প্রয়োজনে ভিক্ষা করে হলেও মোদি সরকারকে অক্সিজেন আনার নির্দেশ দিল্লি হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক:  করোনা এখন ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতজুড়ে। দিল্লিসহ বিভিন্ন রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার। এমন পরিস্থিতিতে ভিক্ষা করে, ধার করে, চুরি করে— যেভাবেই হোক, মোদি সরকারকে দেশের হাসপাতালে অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

গতকাল বুধবার (২১ এপ্রিল) রাতে এক জরুরি শুনানিতে দিল্লি হাইকোর্ট মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে এ নির্দেশ দেন।

বিচারপতি বিপিন সাঙ্ঘি ও রেখা পাল্লি সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বলেন, গুরুতর অসুস্থ নাগরিকের জীবনের অধিকার রক্ষা করা কেন্দ্রেরই দায়িত্ব। যাদের অক্সিজেন প্রয়োজন, তাদের যে কোনো উপায়ে অক্সিজেনের জোগান দিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে