বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১০:৪৬:০৬

'ভাগ করোনা ভাগ' স্লোগান দিয়ে রাতের বেলা মশাল নিয়ে গ্রামজুড়ে দৌড়ে বেড়ালেন গ্রামবাসী!

 'ভাগ করোনা ভাগ' স্লোগান দিয়ে রাতের বেলা মশাল নিয়ে গ্রামজুড়ে দৌড়ে বেড়ালেন গ্রামবাসী!

আন্তর্জাতিক ডেস্ক: করোনা তাড়াতে অভিনব এক চেষ্টা গ্রামবাসীর। এবার হাতে মশাল নিয়ে 'ভাগ করোনা ভাগ' স্লোগান দিয়ে রাতের বেলা গ্রামজুড়ে দৌড়ে বেড়ালেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার গণেশপুরা গ্রামে। রবিবার সন্ধ্যায় মশাল জ্বালিয়ে গ্রামজুড়ে ছুটে বেড়িয়েছেন বাসিন্দারা। সঙ্গে তারস্বরে চিৎকার, 'ভাগ করোনা ভাগ'। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ধারণকৃত ঐ ভিডিয়োটিতে দেখা যায়, রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে গ্রামের মধ্যে দৌড়াচ্ছেন কয়েকজন। 'ভাগ করোনা ভাগ' স্লোগান দিয়ে দৌড়াতে দৌড়াতে মশালগুলি তাঁরা ছুঁড়ে ফেলছেন গ্রামের বাইরে। এভাবে গ্রাম থেকে করোনা চলে যাবে বিশ্বাস তাঁদের।

এব্যাপারে জানতে চাইলে ওই গ্রামের এক বাসিন্দা জানান, করোনা তাড়াতে এই পদক্ষেপ নিয়েছে গ্রামবাসী। এক্ষেত্রে গ্রামের প্রত্যেক বাড়ির একজন সদস্য নিজেদের বাড়ি থেকে গ্রামের শেষপ্রান্ত পর্যন্ত জ্বলন্ত মশাল হাতে দৌড়ে যাবে এবং তা গ্রামের বাইরে ছুড়ে ফেলবে। এরফলে ওই মশালের সঙ্গে সঙ্গে গ্রাম থেকে বিদায় নেবে করোনাও, বিশ্বাস তাঁর। ওই ব্যক্তি আরও বলেন, 'আমাদের গ্রামে বিগত দু-তিনদিন ধরে প্রত্যেকদিন একজন করে করে মারা যাচ্ছেন করোনা। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। অনেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন।' তিনি আরও বলেন, 'যখন থেকে এই নিয়মটি পালন করেছে গ্রামবাসী, গ্রামে কারও মৃত্যু হয়নি।'

এই অন্ধবিশ্বাস দূর করতে পর্যাপ্ত প্রচারের প্রয়োজন, মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, গত বছর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে মুম্বইয়ে 'গো করোনা গো' বলে স্লোগান দিয়ে করোনা তাড়ানো চেষ্টা করেছিলেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছিল। বিশেষজ্ঞদের কথায়, সাধারণ মানুষকে যদি ভাইরাস কীভাবে ছড়ায়, তা নিয়ে ধারনা না দেওয়া যায়, সেক্ষেত্রে তার ফল ভয়াবহ হবে। আরও ছড়িয়ে পড়বে সংক্রমণ।'-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে