শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১১:২১:৩৬

নাকাল অবস্থায় ভারত, অক্সিজেনের অভাবে ২৫ রোগীর মৃত্যু

নাকাল অবস্থায় ভারত, অক্সিজেনের অভাবে ২৫ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছে এক লাখ ৮৬ হাজার ৯২৮ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৩২ হাজার ৫০৩ জন এবং মারা গেছে দুই হাজার ২৫৬ জন। 

করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে নাকাল অবস্থায় পড়েছে ভারত। গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি অব্যাহত আছে। এতে করে দেশটির বিভিন্ন রাজ্যে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে।

তার মধ্যে দিল্লিতে অক্সিজেনের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

তাদের অবস্থা গুরুতর ছিল। তার পরেও ওই রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দেওয়া সম্ভব হয়নি। ফলে তাদের প্রাণও বাঁচানো সম্ভব হয়নি। 
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

ওই হাসপাতালের পরিচালক এক বিবৃতিতে জানান, সেখানে থাকা অক্সিজেন দিয়ে আর মাত্র দুই ঘণ্টা রোগীদের সেবা দেওয়া যাবে। এরই মধ্যে ভেন্টিলেটর এবং অক্সিজেন সাপোর্ট দূর্বল হয়ে পড়েছে। সামনের সময়ে কী ভয়াবহ পরিণতি আসতে পারে,  তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ওই হাসপাতালে এখনো ৬০ জন রোগীর অবস্থা গুরুতর। জরুরি ভিত্তিতে তাদের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন। হাসপাতালের স্টাফরা ইতোমধ্যেই আইসিইউতে ম্যানুয়াল ভেন্টিলেশন সাপোর্ট দিচ্ছে। পরে অবশ্য ওই হাসপাতালে অক্সিজেন নিয়ে আসা হয়েছে। সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে