শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ০৩:১৯:৪০

যাত্রীদের মধ্যে ইফতার বিরতণ করছেন বাল্টিমোর মুসলিমরা

যাত্রীদের মধ্যে ইফতার বিরতণ করছেন বাল্টিমোর মুসলিমরা

করোনাকালে সবকিছুর বদলে গেছে রমজানের ইফতার সংস্কৃতি। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোর শহরেও বদলে গেছে ইফতারের ওই বর্ণিল চিত্র। করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে বাল্টিমোরের মুসলিমরা এবার ইফতারের সময় মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা সব গাড়িতে খাবারের বাক্স বিতরণ করছেন। 

বাল্টিমোর শহরের ইসলামিক সোসাইটিতে খাবার বিতরণে এসে নারী স্বেচ্ছাসেবীদের প্রধান শায়েস্তা মুহাম্মাদ পরিচিতদের দেখতে পান। দীর্ঘদিন পর প্রিয়জনদের দেখতে পেয়ে তিনি বলেন, ‘পরিচিতদের সমুজ্জ্বল মুখগুলো দেখে খুবই আনন্দ অনুভব করি।’

মসজিদের সামনে সিগনালে দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি। মসজিদের পক্ষ থেকে গাড়ির যাত্রী ও চালকদের জন্য বাক্স করে ইফতারি বিতরণ করা হয়। বাড়িতে গিয়ে আপনজনদের সঙ্গে তাঁরা ইফতার করতে পারবে। 

গাড়ি থাকা যাত্রী ইফতার নেওয়া আনাম ভাহোরা বলেন, ‘রমজান মাস আমাদেরকে পাপ বর্জন, স্রষ্টার সান্নিধ্য অর্জন ও আত্মার পবিত্রতার শিক্ষা দেয়। এছাড়াও রমজান আমাদেরকে ধৈর্য ও সংযম করতে বলে।’ 

যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের মতো বাল্টিমোরেও করোনা সংক্রমণ রোধে রমজানের ইফতার অনুষ্ঠান স্থগিত করা হয়। এছাড়াও শহরের বৃহৎ মসজিদের মুসল্লির সংখ্যাও সীমিত করা হয়। 

মসজিদে যাতায়াতে বিধি-নিষেধ থাকলেও সামাজসেবামূলক বিভিন্ন কাজের সুযোগ মিলছে। ফলে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাত বন্ধ নেই। স্বাস্থ্যবিধি মেনে করোনা মহামারির কঠিন সময়ে পারষ্পরিক সহায়তায় এগিয়ে আসার প্রেরণা স্থানীয় মুসলিমদের অন্তরে অনুপ্রেরণা যোগায়। 
সূত্র : দ্য ইউনিয়ন ডেমোক্র্যাট 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে